
hemanta mukherjee - amar jibaner eto khushi lyrics
Loading...
[chorus]
আমার জীবনের এত খুশি
এত হাসি কোথায় গেলো?
আমার জীবনের এত খুশি
এত হাসি কোথায় গেলো?
ফুলের বুকে সেই অলির বাঁশি
আজ কোথায় গেলো?
আমার জীবনের এত খুশি
এত হাসি কোথায় গেলো?
[instrumental break]
[verse 1]
হায়, স্বপ্নভরা সেই গান
আজ কেন হল অবসান
হায়, স্বপ্নভরা সেই গান
আজ কেন হল অবসান
সেই দু’টি কথা ভালোবাসি
কোথায় গেলো?
আজ কোথায় গেলো?
[chorus]
আমার জীবনের এত খুশি
এত হাসি কোথায় গেলো?
[instrumental break]
[verse 2]
এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
মন আমার ভরে আছে স্মৃতিতে
না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
হায়, বাসর ভরা সেই ফুল
হলো কাঁটার আঘাতে যেন ভুল
হায়, বাসর ভরা সেই ফুল
হলো কাঁটার আঘাতে যেন ভুল
সেই মিলনমালার বকুলরাশি
কোথায় গেলো?
আজ কোথায় গেলো?
[chorus]
আমার জীবনের এত খুশি
এত হাসি কোথায় গেলো?
Random Lyrics
- cat psalm & universe mongae (우주멍게) - numb lyrics
- puppet & sadbois - easier on me lyrics
- udo jürgens - schau, es schneit lyrics
- ronald piñon - wala namang gawa lyrics
- l1s - восьмое чудо света (the eighth wonder of the world) lyrics
- the get go - blacktop lyrics
- ked - day off lyrics
- risky4real - dilemma lyrics
- chac - gon far lyrics
- 55asky - magnolia lyrics