hemanta mukherjee - ei monihaar amay nahi saje lyrics
Loading...
এ মণিহার আমায় নাহি সাজে(2)–
এরে পরতে গেলে লাগে,
এরে ছিঁড়তে গেলে বাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
কণ্ঠ যে রোধ করে,
সুর তো নাহি সরে(2)
ওই দিকে যে মন পড়ে রয়,
মন লাগে না কাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে
বরিয়া লও মোরে(2)
তোমার কাছে দেখাই নে মুখ
মণিমালার লাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে
Random Lyrics
- aviators feat tarby - from oceans to skies lyrics
- biscuithead the biscuit badgers - my mysterious uncle lyrics
- grandmaster flash the furious five - the massage lyrics
- lawrence cahoone - heidegger's turn against humanism lyrics
- capital childrens choir - shake it out lyrics
- ameritz tribute standards - cry me a river lyrics
- ion paladi - bine-i sede mesei mele lyrics
- the jokers wild - 15 on 15 lyrics
- keyblade - barney stinson vs sheldon cooper lyrics
- empress of - how do you do it lyrics