hemanta mukherjee - ei mor mono pakhi lyrics
Loading...
এই মোর মন পাখি
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
হৃদয়ে কত ছোট আশা লয়ে
দ্বিধা ভরে এসেছিল
জীবনের আঙিনায় শুধু একবার
চেয়েছিল তবুও তো এলে না
জেনেশুনে ব্যথা দিলে
কেন মনে বলো না
এই মোর মন পাখি
নিমেষে আশা তুমি আলো হলে
আঁধারের ছলনা
তামসে মাজারে ক্ষণিকের তরে
মনে মনে কিছু দূরে চল না
স্বপ্ন মোর এ রাতের
সফল হলো কি বলো না
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
Random Lyrics
- savior 555 - final form freestyle lyrics
- sergio umbria - palabras que salen del alma lyrics
- nico dei gabbiani - buongiorno lyrics
- nash nash - customs map2 lyrics
- queenwho - papacito lyrics
- bigwinnn - drake & josh lyrics
- jacob latimore - real love lyrics
- the poopshitters - moshpit lyrics
- aaryyan vivek - when i was lost lyrics
- diegues mc - nada a perder lyrics