hemanta mukherjee - shono kono ekdin lyrics
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
আরো একদিন
তামসী তমস্বিনী রাত্রি
ঘুম ঘুম, নিঝঝুম-
জীবন পথের সব যাত্রি
আমি একেলা
চলেছি নিরুদ্দেশ যাত্রি
রাতজাগা একপাখি
শুনি জীবনজয়ের গীতগাত্রি
মনে হল মোর দুখরাতে
যেমন করে ভোলাতে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
আরও একদিন
আমার খাঁচার পাখি চন্দনা
গীতহীনা, আনমনা,
কি যে ভাবে বসে তা জানি না।
সন্ধ্যাবেলায়
হঠাৎ ঘরেতে ফিরে দেখি
উড়ে গেছে, চলে গেছে
আমার খাঁচার পাখি চন্দনা
মনে হল মোরে পিছে ফেলে
যেদিন তুমি চলে গেলে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
Random Lyrics
- aimer - 夏草に君を想う lyrics
- clovis pinho feat. denyse bittencourt - seu nome é jesus lyrics
- holiday villages - live & loud lyrics
- yojance - life is short lyrics
- sianvar - don't carry this lyrics
- 韋禮安 - 為你好 lyrics
- frank ocean - in here somewhere lyrics
- wjsn - 비밀이야 secret lyrics
- frank ocean - wither lyrics
- chrisye - indonesia perkasa lyrics