hothat - 465 - acoustic version lyrics
Loading...
[verse 1]
শূন্য রাত, এক কবি
দুই কথায় তিন কবি
চার দেয়াল, পাঁচ শহর
ছয়টি দিন, সাত সাগর
এই হিসাব করি জীবনের খাতায়
নিকাশ নিয়ে চিরকাল চলে যাই
[instrumental]
[verse 2]
সত্য ভোর, মিথ্যা দিন
বিশ্বাসে তথ্যহীন
প্রকাশে চাই বিচার
নিশ্বাসে শেষ প্রচার
[chorus]
একই আকার দেখে নির্বিকার হয়ে
নিরাশা মোর পথ সাথি যায় রয়ে
পথ ছেড়ে নতুন পথ খুঁজি
খোঁজের স্রোতে নতুন পথে ফিরি
[bridge]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল
[chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর
ভোর হলো দিন, হলো দিন
[outro]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
Random Lyrics
- dom corleo - machina lyrics
- iris gold - a little too much lyrics
- charles wesley godwin - west of lonesome lyrics
- lakeview - by now lyrics
- drifa - aqui mesmo lyrics
- vlado georgiev - ako mi lose krene lyrics
- topazfuq - ecstasy lyrics
- mdma - drown in my sorrows lyrics
- araz imanov - bir səhər lyrics
- moonic productions - dirt lyrics