
hothat - tasher prashad lyrics
[verse]
কত কী চাওয়া যায়?
রাতের তারায় মন ভুলি অজানায়
তোমায় জানা ছাড়া কত কী চাওয়া যায়?
রাতের তারায় মন ভুলি অজানায়
(তোমায় জানা ছাড়া)
বালির স্রোতে লেখা কবিতা
বুকে আঁকা তোমার ছবিটা
স্মৃতি কেন ভুলতে পারি না?
তুমি যে নাই, মন যে মানে না
[pre+chorus]
you can still come to me
be all mine, set me free
touch me and love me
you can come to me
and i’ll be yours
and you and me entwined forever
[chorus]
ভোরে পাখি হয়ে গান তোমায় শোনাই
নিশি রাতে যদি ডাকি বা খুঁজে পাই
ভোরে পাখি হয়ে গান তোমায় শোনাই
নিশি রাতে যদি ডাকি বা খুঁজে পাই
[instrumental]
[pre+chorus]
you can still come to me
be all mine, set me free
touch me and love me
you can come to me
and i’ll be yours
and you and me entwined forever
[chorus]
ভোরে পাখি হয়ে গান তোমায় শোনাই
নিশি রাতে যদি ডাকি বা খুঁজে পাই
ভোরে পাখি হয়ে গান তোমায় শোনাই
নিশি রাতে যদি ডাকি বা খুঁজে পাই
[instrumental]
[outro]
(কত কী চাওয়া যায়?)
Random Lyrics
- parable - peter, james & john lyrics
- pintglass - get in the skip you prick lyrics
- nika kocharov - midnight gold lyrics
- mimard - где то lyrics
- marah - old time tickin' away lyrics
- imanbek & lit killah - el viento lyrics
- sagen - burial lyrics
- tony driver - men don't cry lyrics
- 3tos - blått blod lyrics
- sohyang - 나비 (butterfly) lyrics