hridoy khan feat. ankush - bhalo lagena lyrics
এমন কেন খেলো আমায় নিয়ে.
পেয়ে হারাবার ব্যাথা যাও কেন দিয়ে.
জীবন যেন খেলছে নিঠুর খেলা…
ভালোবাসা যায় ডেকে অবহেলায় হায়…
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না…
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না।
অবেলায় না বলা, আবেগে জড়িয়ে…
এ মনে একেঁছি, কত ডেকেছি যে
তোমায়…
অবহেলার এ চাদরে
ভালোবাসার আদর…
রেখেছ যে আড়াল করে, কেন।
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না…
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না।
যে ভুলে গেছ যে, আমাকে ভুলে…
সে ভুল বুঝবেই, আমাকে খুঁজবেই
আবার…
অবহেলার এ চাদরে
ভালোবাসার আদর.
রেখেছ যে আড়াল করে, কেন।
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না…
কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো
ভালো লাগে না।
Random Lyrics
- 23:59 - on time lyrics
- gianni bismark - chitarra romana lyrics
- memnon the black - empire rants lyrics
- paveier - bütz mich hück naach lyrics
- mange hellberg - jag var ung lyrics
- busdriver - dream catchers mitt lyrics
- clayne - glasmensch lyrics
- shwayze - my chick lyrics
- lil supa' - 光 luz lyrics
- cheyaka - loaded gun [ lyrics