
hridoy khan - aral lyrics
edited by mishu mohammad 2 days ago
আড়ালে থেকে কে যে ডেকে যায়
ও আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
ও হো, কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
Random Lyrics
- migos - u didn't know lyrics
- mate's fate - alone lyrics
- khalid feat. normani - love lies lyrics
- bethlehem - spontaner freitod lyrics
- johnny stimson - rocket lyrics
- hanako oku - 君の笑顔 lyrics
- hovvdy - cranberry lyrics
- 怕胖團 - 20世紀少年 lyrics
- mahmut çınar - geldin lyrics
- celia cruz - angelitos negros lyrics