hridoy khan - tumi nai lyrics
[verse 1]
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
[refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[refren 1]
কি ভুলে, ভুলে গেলে চলে
না ফেরার দেশে?
জানলে না তুমি, হায়
কি যে ব্যথা দিয়ে গেলে
ভালোবেসে
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
Random Lyrics
- ja¥en x district - nightmare lyrics
- anix - if this world is with you lyrics
- ochmoneks - lass uns gehen lyrics
- tech n9ne - smell good lyrics
- palmiyeler - kalehan lyrics
- miami yacine - navy seals* lyrics
- vazco - essence lyrics
- divingstation95 - botanica de los angeles lyrics
- negate - enemy lyrics
- shiki (tmns) - hypothetically speaking lyrics