hyder husyn - brishty lyrics
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 1]
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
হাসি-আনন্দ, দুঃখ-বেদনা
সবই যেন সংশয়
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 2]
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মরি উদ্যান
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মুরি-উদ্যান
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
ভুলে পথে হেটেই কী
আমি খুঁজি ফিরি উদ্যান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
Random Lyrics
- jessame - times we had lyrics
- los vikingos del norte - scar tissue lyrics
- michael o'brien - souvenirs lyrics
- kout - 4real (remix) lyrics
- tarik - chosen lyrics
- divo scarfake - nello stesso bar lyrics
- zara larsson - wanna be your baby (alternative version) lyrics
- solomon dixon - lemonade lyrics
- jeff adams and chris mcdonough - childhood dream lyrics
- u.d.r - hosanna nasal turas lyrics