hyder husyn - clean dhaka lyrics
[verse: 1]
জীবিকার প্রয়োজনে
রাস্তায় ঢল নামে
নির্বোধ প্রাণ দিশাহারা
প্রকৃতি ডাক দিলে
লজ্জার মাথা গিলে
ফুটপাতে কর্ম সারা
জীবিকার প্রয়োজনে
রাস্তায় ঢল নামে
নির্বোধ প্রাণ দিশাহারা
প্রকৃতি ডাক দিলে
লজ্জার মাথা গিলে
ফুটপাতে কর্ম সারা
[pre-chorus: 1]
রাস্তা, ফুটপাতে
কেমনে চলি যে হেটে
রাস্তা, ডাস্টবিন জনতার
রাস্তা, ফুটপাতে
কেমনে চলি যে হেটে
রাস্তা, ডাস্টবিন জনতার
মনোরম ঢাকাকে
সুন্দর কে রাখে?
সব দোষে দোষী কি সরকার?
[chorus]
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
[verse: 2]
লেকের দুই পাড়ে
অট্টালিকা গড়ে
বিলাসিতা পূর্ণ অভিলাষ
দূষিত লেকের জল
অর্জনায় তল
মাছেরাও করে না যে বসবাস
লেকের দুই পাড়ে
অট্টালিকা গড়ে
বিলাসিতা পূর্ণ অভিলাষ
দূষিত লেকের জল
অর্জনায় তল
মাছেরাও করে না যে বসবাস
[pre-chorus: 2]
হাতির ঝিল
স্বপ্নিল ঝিলমিল
আলো আধারে প্রাণবন্ত
হাতির ঝিল
স্বপ্নিল ঝিলমিল
আলো আধারে প্রাণবন্ত
দুদিন যেতে না যেতে
দেখি বড় পরিতাপে
চারিদিকে শুধু দুর্গন্ধ
[chorus]
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
একটু সচেতন
হয় যদি হোক মন
মিছে কেন করি কার্পণ্য
আগামী প্রজন্ম
দেখে হোক ধন্য
ঢাকা সবার অনন্য
[outro]
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
ঢাকা সবার অনন্য
Random Lyrics
- sea lion - tear the moon lyrics
- a reason for this - this place is still the same lyrics
- tsaaar - van gogh lyrics
- big shug - diamond report (intro) lyrics
- maniak - gaučing lyrics
- מאור כהן - holech - הולך - maor cohen lyrics
- rico mo - back like i never left lyrics
- t.i.s - expérience #0 (les autres) lyrics
- cashbently - don't forget lyrics
- bad//dreems - gallows lyrics