iman chakraborty - krishnapreme pora deho lyrics
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কে বুঝবে অন্তরের ব্যথা
কে মোছাবে আঁখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা
যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা
নগর গাঁয়ে ঘুরবো আমি
যোগিনী বেশ ধরি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
তোমরা যদি দেখে থাকো
খবর দিও তারে
নইলে আমি প্রাণ ত্যাজিব
যমুনারই ধারে
কালা আমায় করে গেল
অসহায় একাকী
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কালাচাঁদকে হারাইয়ে
হইলাম যোগিনী
কত দিবা নিশি গেল
কেমনে জুড়াই প্রাণী
লালন বলে, যুগল চরণ
আমার ভাগ্যে হবে কি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
Random Lyrics
- frankie machine - finally lyrics
- mario nutt¥ - 91 octane lyrics
- latee - puttin on the hits lyrics
- fuzz figueroa - como pecas, pagas lyrics
- mirtak - ghanimat lyrics
- robbie fulks - aunt peg’s new old man lyrics
- djexon - nisi tu lyrics
- love-sadkid - shipwrecked lyrics
- dj_deadk - newlife lyrics
- brandon hines - you're in love lyrics