iman sen - ektorfa lyrics
Loading...
যাকে কোন দিনো তুমি পাবে না
তবু মন কেন মেনে মানে না
তাকে যেতে দাও, তাকে যেতে দাও।
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
[ সব কিছুর উর্ধ্বে স্বপ্ন
আর তারো উর্ধ্বে, তারো উর্ধ্বে তুমি ]
যাকে অনায়সে সব বলা যায়
যার কোলে মাথা রেখে মারা যায়
তাকে পাইনি, তাকে কোনদিন
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
Random Lyrics
- apaulo - point of no return lyrics
- michelle (singer) - know you lyrics
- győzike - polgármester úr lyrics
- hedonistic exility - overshadowed lyrics
- acxdc - turtle power lyrics
- tamga - сени жактырам (i accept you) lyrics
- mollycoddle - render3 lyrics
- garth adam - seawall lyrics
- george henrique & rodrigo - tarde demais (ao vivo) lyrics
- ayvee_kidd - 17 lyrics