![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
imon chakraborty - o jibon tomar sathe lyrics
Loading...
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে,
এই সব পেয়েছির দেশে,
ডানা মিলবো আকাশে।
দালানে সোনারকাঠি,
এ মায়ার চড়ুইভাতি,
ধরো হাত একটু হাঁটি
ছুটির ঠিকানায়।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়,
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
বরণের পেয়ালাতে চুমুক,
দেবো আজ দুজনে,
খুঁজে নেবো মগেরমুলুক,
সিলেবাসে যা নেই।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে,
এই সব পেয়েছির দেশে।
Random Lyrics
- wiz khalifa - all for you lyrics
- tauren wells - nothing but you lyrics
- palavrantiga - de manhã lyrics
- ali gatie - baby lyrics
- da$h - 5 deadly venoms unknown track 2 lyrics
- lany feat. julia michaels - okay lyrics
- ali gatie - shady lyrics
- param singh feat. kamal kahlon - daru badnaam (with pratik studio) lyrics
- hollyn - lovely lyrics
- lovkn - you tell me lyrics