imon mukherjee - ei prithibitey (tomar keu noy) lyrics
আমি বেঁচে আছি
কোন অজানার দেশে
সব চরিত্রই এখন
কাল্পনিক এখানে
অবস্বাদের রোগে
সবাই কিনছে tablet
মানুষ এখন মানুষের জন্য
হয়ে গেছে headache
কেউ বেঁচে আছে
footpath+এ
কেউ মরছে
নিজের ঘরে
কেউ গাইছে গান
আনন্দে
কেউ সুর তুলছে
বিদ্রোহে
আর আমি সেই আলোর খোঁজে
বসে কালো মেঘের নীচে
দেখতে চাই হাজার তাঁরা
জ্বলবে আকাশে
এই পৃথিবীতে
সস্তায় ঘুম কিনতে
পাওয়া যায়
এই পৃথিবীতে
ciggerate টেনে শান্তিতে
থাকা যায়
এই পৃথিবীতে
তুমি শুধু ভিন্ন
প্রাণী নয়
এই পৃথিবীতে
তুমি শুধু তোমার আর তোমার
কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
আমার সময় আমার দাম
আমার বেঁচে মোড়ে থাকা প্রাণ
আমার হারিয়ে যাওয়া গান
আমার শহর আমার ট্রাম
আর আমি সেই পথের খোঁজে
হাটছি কালো মেঘের নীচে
দেখতে চাই হাজার তাঁরা
জ্বলবে আকাশে
জ্বলবে আকাশে
এই পৃথিবীতে
সস্তায় ঘুম কিনতে
পাওয়া যায়
এই পৃথিবীতে
ciggerate টেনে শান্তিতে
থাকা যায়
এই পৃথিবীতে
তুমি শুধু ভিন্ন
প্রাণী নয়
এই পৃথিবীতে
তুমি শুধু তোমার আর তোমার
কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
তোমার কেউ নয়
Random Lyrics
- killer t - rovai makuva lyrics
- iso indies - till the day come lyrics
- shaina taub - the man i'm supposed to be lyrics
- maeve de voe - soy diferente lyrics
- mala rodríguez & polimá westcoast - no molestar lyrics
- rp kiski - нелегалы (illegals) lyrics
- luiz de farias - sexo e dinheiro lyrics
- yung brandy - made in galiza lyrics
- alongthewalls - 04: i don't need to change lyrics
- bang khuk - they lied 2.0 lyrics