imran & bristy - bolo sathiya lyrics
বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
তুমিহীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
Random Lyrics
- leonchosss - juntos lyrics
- sangeet haldipur & roshni baptist - tujhko bhulaana lyrics
- kidz bop kids - worth it lyrics
- rebeca jiménez - hasta el infinito lyrics
- cheri keaggy - to live is christ lyrics
- 규현 - 그리고 우리 and we lyrics
- hamid asghari - ashegh shodam lyrics
- the interrupters - american idiot lyrics
- swarnalatha & harish ragvendra - thottu thottu pesum lyrics
- eric donaldson - norma jean lyrics