imran feat. nishi - prem elei emon hoy lyrics
Loading...
বারে বারে দুজনের চোখে চোখ পরা
কাকতালিয় নয়
মুখমুখি দাড়ালে বোকা মনে যাওয়া প্রেম এলেই এমন হয়
লুকচুরি খেলা অনেক তো হলো
চলো এবার সামনে আসি
চোখ না ফিরিয়ে সাহসটা নিয়ে
বলে ফেলি ভালোবাসি
বারে বারে দুজনের চোখে চোখ পরা
কাকতালিয় নয়
নারিয়ে ও ও ও…
ভালোবাসি একে অপরকে জেনেও এ কথাটা
বোকামি ছাড়া নয় কিছু আর নিরবতাটায় থামা
ভালোবাসি একে অপরকে জেনেও এ কথাটা
বোকামি ছাড়া নয় কিছু আর নিরবতাটায় থামা
লুকচুরি খেলা অনেক তো হলো
চলো এবার সামনে আসি
চোখ না ফিরিয়ে সাহসটা নিয়ে
বলে ফেলি ভালোবাসি
বারে বারে দুজনের চোখে চোখ পরা
কাকতালিয় নয়
মুখমুখি দাড়ালে বোকা মনে যাওয়া প্রেম এলেই এমন হয়
লুকচুরি খেলা অনেক তো হলো
চলো এবার সামনে আসি
চোখ না ফিরিয়ে সাহসটা নিয়ে
বলে ফেলি ভালোবাসি
Random Lyrics
- gjan - instructions lyrics
- ruthie collins - me and emmylou lyrics
- nidji - disco lazy time ( lyrics
- great white - movin' on lyrics
- asking alexandria - where did it go? lyrics
- ajr - fisherman lyrics
- mesonjixx - motion lyrics
- blackbear - candy apple lyrics
- anavitória feat. diogo piçarra - trevo (tu) (bonus track) lyrics
- may j. - 大好き 東北ver. lyrics