imran & kona - imran kona lyrics
ইফতেখার আহমেদ শিপন
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
সাগরের ঢেউ এসে মিশে কিনারাই ইইই
মন তোকে ফিরে ফিরে বুকে ফেতে চাই
অওঅঅঅঅঅঅ
সাগরের ঢেউ এসে মিশে কিনারাই ইইই
মন তোকে ফিরে ফিরে বুকে ফেতে চাই
পারি না তো সামলাতে মিশে জেতে তোরি সাথে
হব আমি তোরি ঠোটের তিল
দিয়েসি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল
ওওওও
দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল।
হেইইইইই লাল্লালা হোহো হো হো
রিদয়ের চার পাসে তোরি শুধু ভিড়
খুব করে ছুয়ে ছুয়ে করে অস্তির
ওওও ইই রিদয়ের চার পাসে তোরি শুধু ভিড়
খুব করে ছুয়ে ছুয়ে করে অস্তির।
কাছে এলে তুই আমি ভেড়ে যাই পাগলামি
কবে হবে তোর আমার মিল।
ওওঅঅইই ও
দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল।
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
ইফতেখার শিপন
Random Lyrics
- half hearted - terrified lyrics
- happyness - falling down (nose/face edit) lyrics
- charlie grönvall - elastic heart lyrics
- j. cole - 4 your eyez only lyrics
- lloyd banks - major league lyrics
- solen - miljonär lyrics
- winx club - bloomix-kräfte lyrics
- jacob latimore - love drug lyrics
- stefan - make you lyrics
- new fast automatic daffodils - lions lyrics