imran - etota valobashi lyrics
Loading...
চোখ মেলে দেখ
আছি আমি দাঁড়িয়ে
দিলাম কথা তোমায়
যাবনা হারিয়ে
কেটে গেছে দুজনেরই জীবনে শূন্যতা
ভালবাসার গল্পে আর নেই কোন অপূর্ণতা
হারিয়ে বুঝেছি
কতটা ভালবাসি
ছিলনা জানা তোমায়
এতটা ভালবাসি
হারিয়ে বুঝেছি
কতটা ভালবাসি
ছিলনা জানা তোমায়
এতটা ভালবাসি
হোক না যত
দুজনের অভিমান
তার থেকে কখনো
বাড়াবনা ব্যবধান
এ জীবনে তোমাকে যে
কতটা প্রয়োজন
ভুলে গেছে আমাকে
তা ফেলে আসা প্রতিক্ষণ
হারিয়ে বুঝেছি
কতটা ভালবাসি
ছিলনা জানা তোমায়
এতটা ভালবাসি
Random Lyrics
- salman khan - main hoon hero tera lyrics
- rylan mahoney - ready to go lyrics
- k y d m o s - m&m lyrics
- jamie isaac - know u like me lyrics
- cash sinatra - can't wait lyrics
- jamie isaac - couch baby/interlude lyrics
- fard - optimus prime lyrics
- dårlig vane - to blå lyrics
- jackson breit - 679 & no diggity lyrics
- tony di giovanni - non ti ama lyrics