imran - hridoydani lyrics
Loading...
ভালোবেসে তোমাকে,
বদলে গেল আমার সবই,
দুচোখে তোমার স্বপন,
চারিদিকে তোমার ছবি ।
আমার যত কথা,
তোমাকে প্রেরনা মানি,
জীবনে তোমার মতো,
কেউ নেইতো আপন জানি ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
আকাশ মেপে দিলাম তারা,
গুনে নিও সময় করে,
বাতাস জুড়ে,
দিলাম ছোঁয়া,
রেখে দিও দুহাত, ভোরে ।
তারা ঝরে পড়ে,
পাখি তবু ওরে আকাশে,
তুমি লেগে আছো আলো বাতাসে ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
তোমায় নিয়ে,
হলাম একা,
আরো হবো নিঃস্ব … আমি ।
তোমার কাছে … উজাড় হবো,
তুমি দিও প্রেমের … দামি ।
পথে চেয়ে আছি, আশা নিয়ে বাঁচি,
হৃদয়ে …।
দূরে তুমি বলো রবো কি নিয়ে,
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
———-end———-
Random Lyrics
- sun city girls - bird of prey lyrics
- 林忠諭 feat. 林慶台 - 一點苦一點甜 lyrics
- caracol a contramano - activar lyrics
- tyler childers - purgatory lyrics
- ana cabik - salah masuk lyrics
- yung yogi - tradition lyrics
- darlene zschech - here i am send me lyrics
- greta salóme - running out of time lyrics
- andrea von kampen - let me down easy lyrics
- sandra - better late than never lyrics