imran - moner nagale lyrics
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না নানা নারা…
স্মৃতির শহর দাপিয়ে বেড়াই আমার ভুলের খুজে
কারণে যার ছেড়েছ আমায় এতটা সহজে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগে ফিরিয়ে দিতে
এ হে না না না…
আমি ছাড়ায় এখন আমার ভালবাসা ভালোয় আছে
এটায় এখন শান্তনায় আমার নিজের কাছে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না না নারে নারে…
Random Lyrics
- trivium - beauty in the sorrow lyrics
- kevin forest - rewind lyrics
- brodu - dritt ghall-qiegh lyrics
- stalley - gucci linkz lyrics
- young ghost - voldemort lyrics
- מני ממטרה - בתיה הבת יענה lyrics
- neon graves - predator lyrics
- c allstar feat. sammi cheng - 時間之光 (with 鄭秀文) lyrics
- jarry manna - the most lyrics
- hate drugs - more than i said lyrics