azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

imtiaz mahbub - khuje jai tomay lyrics

Loading...

ছিলে যে তুমি আমার
ছিলে যে তুমি আমার
হারিয়ে তুমি কোথায়
আমি যে তোমার ছায়ায়

এলোমেলো করে দিলে আমায়
পথ হারাই আমি তোমার আশায়
কেনো যে হতাশায় ডুবি

এলোমেলো করে দিলে আমায়
পথ হারাই আমি তোমার আশায়
কেনো যে আমি তোমায় ভাবি

খুঁজে যাই তোমায় অন্ধকারে
জানি খুঁজে পাবো না তোমায়
তবুও অপেক্ষায় শুধু তোমার

খুঁজে যাই তোমায় আমি অন্ধকারে
জানি খুঁজে পাবো না তোমায়
তবুও অপেক্ষায় শুধু তোমার



Random Lyrics

HOT LYRICS

Loading...