indrani sen - badalo dinero prothomo lyrics
Loading...
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব
বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥
Random Lyrics
- fgfc820 - doctrine lyrics
- rozz dyliams - new world enterprise lyrics
- nicolae guta - daca inima ar vorbi lyrics
- gucci mane - world war 3 vol. 1 lean [tracklist + album art] lyrics
- dinah washington - a slick chick (8/11/46) lyrics
- the upset victory - the weekend (bad habits) lyrics
- german error message - reaching out lyrics
- yuko suzuhana - 戦火の灯火 lyrics
- trevor hall - indigo lyrics
- aloke maity - mor priya hobe lyrics