![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
indrani sen - bone lyrics
Loading...
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তান প্রিয়ার সমাধীর পাশে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তার প্রিয়ার সমাধীর পাশে…
তরুন ইরান কবি কাঁদে নিরজনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে…
উদাসীন আকাশ ঠির হয়ে আছে,
জলভরা মেঘ লয়ে বুকের মাঝে।
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে,
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে।
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন অনলে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব নার্গিস বনে…
Random Lyrics
- fred e gustavo - me diz não acabou (ao vivo) lyrics
- nicki minaj - ain't gone do it lyrics
- 張靚穎 - battlefield (from "the great wall") lyrics
- anevo - feel something lyrics
- scorpions - gypsy life lyrics
- naya feat. katerina stikoudi - oxigono lyrics
- lauren daigle - power to redeem (feat. all sons & daughters) lyrics
- reyna - magazines lyrics
- eddie rabbitt - gotta have you lyrics
- cozjin - live again (to my unborn child) lyrics