ishaan - nithur monohor lyrics
Loading...
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া।
যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়
আমি জল ভরিবার ছল
করিয়া দেখব নয়ন ভরিয়া।
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া।
Random Lyrics
- ivorian doll - bulletproof lyrics
- geezybeatz - problem lyrics
- beelsm - just for you (i'd do anything) lyrics
- divorce - scratch your metal lyrics
- the dreadful yawns - waking up to you lyrics
- levanno - 02 сентября (september 02) lyrics
- iayze - money up! lyrics
- maty noyes - little things lyrics
- myhrding - fight for all demise lyrics
- dkthemenace - how tf? lyrics