ishan mitra - shondhye namar aagey lyrics
Loading...
[chorus]
তুমি যাও
পরিচিত কোন ডাকে
বাড়ি ফিরে এসো
সন্ধ্যে নামার আগে
তুমি যাও
পরিচিত কোন ডাকে
বাড়ি ফিরে এসো
সন্ধ্যে নামার আগে
[verse 1]
দিবস রজনী তোমাতে সজনী
বাড়ি-ঘর মাখামাখি
ব্যাকুলও বাসরে যে আলো দুঃখ
সে আলোতে আমি থাকি
[chorus]
তুমি যাও
যে শুধু তোমারই থাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে
[verse 3]
আকাশে ঘনালে মেঘ
বাকি পথ হেঁটে এসে
শেষ হয়েও পড়ে থাকি অবশেষে
আকাশে ঘনালে মেঘ
বাকি পথ হেঁটে এসে
শেষ হয়েও পড়ে থাকি অবশেষে
নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি
ডুবিয়েছি কত ভেলা
প্রেমিক নাবিক জানেনা সাগর
একা রাখা অবহেলা
[chorus]
তুমি যাও
বলেছে ওগো আমাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে
তুমি যাও
যে শুধু তোমারই থাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে
Random Lyrics
- cl - please don't go lyrics
- trouble - kesha dem lyrics
- kero kero bonito - you know how it is lyrics
- lion of judah - protector lyrics
- mario william vitale - space invaders lyrics
- josbros - blijven pushen lyrics
- 14 sacred words - i, racist lyrics
- cosmic arcade - spellbound lyrics
- bedoes - 2115 flow lyrics
- paisley pink - the game lyrics