islam manik - shorol meye lyrics
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
আলোর শিখা হয়ে এসেছো তুমি
পুর্নিমার চাঁদ হয়ে থেকো তুমি
ভুরের পাখি হয়ে এসেছো তুমি
রাতের তাঁরা হয়ে থেকো তুমি
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেঘেরা ছুয়ে যায় দুর পাহাড়ে
বন্ধু হয়ে থেকো তুমি মন মাজারে
নদীরা ছুটে যায় সাগর পানে
কে তোমায় ডাকি আমি গানে গানে
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
হে মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
Random Lyrics
- action bronson - bonzai lyrics
- roman el original - ladrona de mi corazón lyrics
- 鄧小巧 - 心靈作家 lyrics
- richie spice - the world is a cycle lyrics
- the arcadian wild - the storm lyrics
- gr34t white (ricky pariseau) - ouroboros lyrics
- spyair - midnight lyrics
- cris mone - la estrategia lyrics
- tori amos - reindeer king lyrics
- bardoefada - se eu não olhar pra você lyrics