jalali set - jalali lyrics
[verse 1: shadhu]
জা জা জালালি
হরদম हमेशा পুরা টাইনা লয়
ফাকুচ্চি ফিকিরে সরকারি আমলা
ফুরাইলে তোর ফুটানি
ফিকিরি চাংগা
চিকনে ডুইবা পানি খায়া চলে ধান্দা
তোর হাতে কি সোলেমানি, চাক্কু?
ডরাইসি, জ্ঞানবুদ্ধি মাল পানি হারাইয়া ফসাইসি
ক্ষেতের ভাও কিষানের কপালে কুফুরি
কিতাবে মুইতা খাতা বাহাইসি
বৃষ্টিতে ঢুকার আগে পইরা লইয়েন ছাতা
নাইলে হইয়া যাইবেন নবজাতকের পিতা
ছাতকের কমলা সিলেইট্টা ফুরি
বাঙালে দেহায় ঢাকা লইয়া বাহাদুরি
তুই চেডের বাল চোদনের visaless officer
ওকাতের হাফিজি লে হাতে আগে বার
গরিবের জবান নাই হাকুলার ইজ্জত
সাধুর জবানের জরিপ লয় হালাই খচ্চর
[chorus: shafayat]
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
[verse 2: mc mugz]
দশের ভিত্রে দশ এগারো বারো নম্বর থেইকা তেরোতে
বর্তমানে কারিগর সব তেরো লেভেল বারুদে
তিন পাগলার আরদে, বাংলা rap+এর গারদে
beat বানাই ঢাকা থাইকা মাটি কাপাই ভারতে
উই jalali set+এর ready বোমা market+এ
মতলব এবার all+time খোমা সবডির target+এ
আর একের মাল টেবিলে
মতলব আমার বাম কান্ধের উপর থাইকা মাথায় চলে devil+এ
আর লিকারেতে মাথা থাইকা feeling আসে স্পীকারেতে
সাবউদ্দিনের বাংলা হুনবেন তেরো নাম্বার ফিগারেতে
হু, আরে যারে পাবি তারে খা
একের চাবি হাবিজাবি জিন্দেগি, লারে লাবা বারেবা
one part না two part, না three part? কোন part?
ধুরো বোকা এইটার নামই scene paat
১৩ level ছবির নাম আর group+এর নাম জালালি
বাকি সবডি আবাসিক হোটেলের ভিতরে মাগি লইয়া দালালি
[chorus: shafayat]
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে+মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
[verse 3: shafayat]
লাগে ধামাকা, জাগায় জাগায় ঝুলে bling+bling
ঝাকানাকা ঝাকানাকা মজ+মাস্তি সারাদিন
আমার পরিচয়, শাফায়েত ওরফে ১২০৭
খুঁইজা দেখ বুইঝা পাবি রাজকীয় বাঙালি কারে কয়!
তাপ তাপ লুরি, इश्के ডিনা ডুরি
লোপে পাপ, পাপে পেট, বিশ madam খুলি
সবই কেরামতি জহুরতি বলে মুখের বুলি
sunday, monday close দৌড়ের উপর টিকাটুলি
১৩ level জীবনযাত্রা ভাইয়া
গগনে গগনে হইচই
এলাকায় পাঙ্খা লাগায় মাথা পটকা
মনচুরা তুই পাগলা পানি খাইয়া দমে দম লইয়া ভিম
আগরবাত্তি জ্বালাইয়া শই জালালি
ওস্তাদের মাইর শেষ রাইতে
side+এ চাইপা খাড়া হাউয়া দেহাইতে
গুল খিলে ময়দানে শয়তানে ঝিলকে
লাগা+লাগা+লাগা+লাগা+লাগা+লাগা চোখে মুখে ভেলকি লাগা
[pre+chorus: shafayat]
জাল্লে জালালি জা জা জালালি
১৩ level জাল্লে জালালি জা জা জালালি
১৩ level জাল্লে জালালি জা জা জালালি
১৩ level জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
জা জা জাল্লে জালালি
১৩ level জাল্লে জালালি জা জা জালালি
১৩ level জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
[chorus: shafayat]
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
[outro: shafayat]
হা, শই!
Random Lyrics
- iman fandi - top bop lyrics
- flynn teal - stay lyrics
- نجوى كرم - hamseh hamseh | همسة همسة - najwa karam lyrics
- snit - portrait lyrics
- tommy reeve - i'm sorry lyrics
- אהוד בנאי - dmama daka - דממה דקה - ehud banai lyrics
- castle (aslan tuskaev) - fade lyrics
- joseph - fireworks lyrics
- comar (ita) - bebe lyrics
- oddkidout & bipolar sunshine - words from you lyrics