james - majhe majhe lyrics
Loading...
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
Random Lyrics
- empire cast feat. jussie smollett - you broke love lyrics
- grupo internacional de capoeira topazio - negro da senzala lyrics
- that allie girl - black horse & a cherry tree lyrics
- grupo internacional de capoeira topazio - sou da topazio lyrics
- project 314 - get in where u fit in lyrics
- smokey robinson - aqui con tigo (being with you) lyrics
- el sheikh imam & el sheikh emam - shayed koussourak lyrics
- whee jin - 10월의 어느 멋진 날에 lyrics
- randy rainbow - the lyrics
- sound ideas - 15.5 field howitzer firing 2 lyrics