james - najayej lyrics
আমিও তোমাদের মত
শুধু জন্মটা ব্যতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ
হে! নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো তোমরা
আমিও তোমাদের মত
জন্ম কোনো অন্ধ গলিতে
হয়তো নিষিদ্ধ পল্লীতে
সূর্যের আলোর নেই যাতায়াত
সেখানে শুধু আঁধার হাহাকার
হাহ হা, হাহাকার
নাজায়েজ বলো তোমরা
নাজায়েজ বলো আমাকে…
দুঃখ যেখানে চিরসাথী
গালাগালি খেয়ে কাটে দিন
আর রাত কাটে কোনো ডাস্টবিনে
এমনই কোনো রাতে
জানতে চাইলে পিতৃ পরিচয়
বাড়বে তোমাদের সংশয়
আমার প্রশ্নের জবাব কে দেবে?
ডাকবো বাবা বলে বলো কাকে?
আমার ইচ্ছে হয় জ্বলতে
বারুদের মত জ্বলে উঠতে
সমাজের চোখে
সমাজের চোখে নষ্ট, হাঁ, নষ্ট সন্তান!
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
আমিও তোমাদের মত
শুধু জন্মটা ব্যতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ
আমার প্রশ্নের জবাব কে দেবে?
একটা প্রশ্ন থেকে যাচ্ছে
আমি কে?
বলো আমি কে?
আমি কে?
বলো আমি কে?
আমি কে?
বলো আমি কে?
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ, নাজায়েজ…
নাজায়েজ, নাজায়েজ…
Random Lyrics
- d'ay x dminor - voicemail lyrics
- willix - nudity lyrics
- lazboi - blame lyrics
- sam hunt - drinkin' too much (8pm) lyrics
- paradox & imperial - alive on arrival lyrics
- tylasno - poignant lyrics
- i pescatori del vento - fare l'amore lyrics
- breezyobeatz - gold roses (spanish remix) lyrics
- pelé milflows - seu doce lyrics
- mhadi g - stop lyrics