
jay das & as omix - mugdho lyrics
Loading...
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য!
[verse 1]
হৃদয়ের মেলায় ভেসে বলো কতো গল্প
পাহাড় চূড়ায় বসে দেখো কতো স্বপ্ন
যে তুমি সারাদিন
[pre+chorus]
অন্ধকারে তোমার আলো খুঁজি
নীরব চাঁদের তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো
[verse 2]
কোথায় আবার গেলে
আমাকে না বলে?
দেখি মাঝে মাঝে
ফিরে কী তাকালে?
কারণ, আলো ছাড়াতো আঁধার অর্থহীন!
[pre+chorus]
অন্ধকারে, তোমার আলো খুঁজি
নীরব চাঁদের, তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো!
Random Lyrics
- elibanss - broken promises lyrics
- tezzus & billi0n - spraydown lyrics
- the mayan factor - parabellum lyrics
- damini (다민이) - 말고 (don’t) lyrics
- intaet - улыбнись, солнце (smile, sunshine) lyrics
- dylan cox - lie to me lyrics
- uglenta & сош (sosh, you make this death) - call me madonna lyrics
- romix - justadice lyrics
- joris - alles (oléí) lyrics
- 834 - nowe lyrics