jayati chakraborty - bhalobese sokhi lyrics
Loading...
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।
Random Lyrics
- chris waldner - patience lyrics
- jubilee worship - bliss lyrics
- fromis_9 - pinocchio lyrics
- douglas lemos - rendição ao rio lyrics
- peezy & babyface ray feat. g.t. & philthy rich - 4 in a fanta lyrics
- jong hyun - shinin' lyrics
- tidus - blame me lyrics
- bob weir - wild northland lyrics
- lada band - masih sayang lyrics
- dani black - pega de jeito (ao vivo) lyrics