jayati chakraborty - bhalobese sokhi lyrics
Loading...
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।
Random Lyrics
- jaydayoungan - taking off lyrics
- estaciones - petrichor lyrics
- alice caymmi - agora lyrics
- dj viic feat. elibeth herrera - de muerte a vida lyrics
- نصرت البدر feat. جعفر الغزال - هم الي اغدروا بيه lyrics
- minus(-) - spell-subtraction lyrics
- die young - the god for which we suffer lyrics
- laura pausini - nadie ha dicho lyrics
- the voidz - leave it in my dreams lyrics
- mist - game changer lyrics