jeet gannguli & anwesha dutta gupta - aaj amaye lyrics
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যায়
ও
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
একেছি গোপনে
আজ কেমন শুন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেব চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘুরাবো নরম নদী
ঢেকে দেব মেঘেতে আবার
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
Random Lyrics
- görkem durmaz - çevrimdışı lyrics
- jesse rutherford - bloom later lyrics
- emma drobna - lights down lyrics
- loquero - fifty lyrics
- yo gotti - betrayal lyrics
- yellow boy - wired lyrics
- donnie schexnayder - elevation lyrics
- taylor swift - so it goes... lyrics
- crystal cocktail - starter pack lyrics
- netnobody - maui moon lyrics