joy shahriar - ami nei lyrics
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
প্রিয় নামে তোমাকে আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
Random Lyrics
- rotten monkey - at the edge lyrics
- child bird - house of mad lyrics
- freakey! - d'accord lyrics
- rotten monkey - von vergessenen planeten lyrics
- girl in red - something new lyrics
- demi lovato - emotional abuser lyrics
- josé alfredo jiménez - fugitivo lyrics
- kyeoshin - $9.99 gas station bouquets lyrics
- sean - à moitié loup lyrics
- gryvelizi - session de dressage lyrics