kaaktaal - beshi bhalo bhalo na lyrics
[verse 1]
তোমার যত্নে গড়া দেয়ালগুলো জাপটে ধরতে চাইছে
মায়ার বাঁধন সিলিং ফ্যানের আগল থেকে দুলছে
কোমল আঙ্গুলগুলোর ধার বেড়েছে কব্জিটা টের পাচ্ছে
অটুট বিশ্বাস জমে নিঃশ্বাস যেন থমকে ক্ষমা চাইছে
তোমার যত্নে গড়া দেয়ালগুলো জাপটে ধরতে চাইছে
মায়ার বাঁধন সিলিং ফ্যানের আগল থেকে দুলছে
কোমল আঙ্গুলগুলোর ধার বেড়েছে কব্জিটা টের পাচ্ছে
অটুট বিশ্বাস জমে নিঃশ্বাস যেন থমকে ক্ষমা চাইছে
[chorus]
কোনো বেজোড় এখন সজোর টানে
পাজর+ভাঙ্গা আদর চিনে
কাতর থেকে পাথর+মনের
শক্তি পরখ করছে
আর ‘যুক্তি তোমার অকাট্য’ বলে
মুচকি হাসি হাসছে
যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে, করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ
যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে, করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ
[interlude]
[verse 2]
বেশি ভালোর লোভ দেখিয়ে পোষ মানাবে, তা হবে না
গভীর ক্ষত দাগ বসিয়ে দারুন কিছু? দাগ যাবে না
রাতের পরে দিন আসে তা মগজ ভাবে, মন ভাবে না
ঝড়ের তোড়ে ধ্বংসলীলায় ধৈর্য কারো ঢাল হবে না
পাখনা গজায় মরবে বলে
উঠলে চুড়ায় পড়বে জোড়ে
অধিক সাধুর গাজন জলে
থাকলে সুখে ভুতের কিলে
জটিল পথে সরল খুঁজে
সরল পথে জটিল মিলে
ঝোপ বুঝে কোপ মারার আশায়
কার ঠিকানা কোন মিছিলে?
[chorus]
কোনো বেজোড় এখন সজোর টানে
পাজর+ভাঙ্গা আদর চিনে
কাতর থেকে পাথর+মনের
শক্তি পরখ করছে
আর ‘যুক্তি তোমার অকাট্য’ বলে
মুচকি হাসি হাসছে
যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে, করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ
যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে, করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ
যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে, করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ
Random Lyrics
- priyanka - shut it down lyrics
- yung seventeen - see the light / eclipse lyrics
- cordelia - shades of blue lyrics
- knox hill & mcgwire - imagine lyrics
- kristóman - riquezas lyrics
- freddy vorobev and the king - who will sing with me? lyrics
- fernanda abreu - urbano canibal lyrics
- ccaprice - weak lyrics
- crossed (the renegade) - no f**** lyrics
- onecastell - m64 lyrics