
kaaktaal - jorgrostho lyrics
[verse 1]
তপ্ত নিঃশ্বাস
একটু জ্বরের আভাস বুঝে
সাগর তীরে
দূর জাহাজবাতি আর আধখানা চাঁদটাকে
হাতছানি ডাকার
আবার ফিরে পাবার আশায় বাঁধা হাওয়ায় কাঁপন।
রাত গভীরে, অবসাদ শরীরে
তবু ঢেউ ভাঙে গ্রাস চেষ্টায়।
[pre+chorus]
প্রশ্ন তারায়, বাকি চাঁদটা কোথায়?
জোয়ার শেষে কেন সরে যেতে হয় দূরে?
ক্লান্ত শরীর দূর কোন সুরের টানে
থেমে যেতে চায়
জলে মিশে যেতে চায়।
আবার কিছু পিছুটানে
চোখ মেলে চেয়ে দ্যাখে
দূর দুরান্তরে আবছা প্রিয় ছায়া।
[chorus]
অনেক অনেকটা পথ এখনও চলার বাকি
অনেক অনেক কথার পাওনা মেটানো বাকি।
তাই হাতজোড়ে মিনতি জ্বরের উষ্ণতাকে
ছুঁয়ো না আমায় ছুঁয়ো না।
ভেঙো না শরীর ভেঙো না।
ছুঁয়ো না আমায় ছুঁয়ো না।
ভেঙো না শরীর ভেঙো না।
[verse 2]
রাত কেটে ভোর হবে, যাত্রা এগিয়ে যাবে
মিথ্যের পিছে ছুটে সত্য খোঁজার আশে
মনের শরীরে ক্ষত, শরীরও মনের মত
ক্লান্ত জ্বরের ঘোরে শান্তি হাতড়ে খোঁজে।
চলতে হবে, তবু চলতে হবে
আজ থেমে থাকা ফুরসত বিলীন হয়েছে জলে
শক্তি দাও আমাকে, মুক্তি দাও, বিধাতা
অনেকটা পথ বাকি অনেক পথের ভিড়ে।।
অনেক পথের ভিড়ে, অনেক পথের ভিড়ে।
[pre+chorus]
প্রশ্ন তারায়, বাকি চাঁদটা কোথায়?
জোয়ার শেষে কেন সরে যেতে হয় দূরে?
ক্লান্ত শরীর দূর কোন সুরের টানে
থেমে যেতে চায়
জলে মিশে যেতে চায়।
আবার কিছু পিছুটানে
চোখ মেলে চেয়ে দ্যাখে
দূর দুরান্তরে আবছা প্রিয় ছায়া।
[chorus]
অনেক অনেকটা পথ এখনও চলার বাকি
অনেক অনেক কথার পাওনা মেটানো বাকি।
অনেক অনেকটা পথ এখনও চলার বাকি
অনেক অনেক কথার পাওনা মেটানো বাকি।
তাই হাতজোড়ে মিনতি জ্বরের উষ্ণতাকে
ছুঁয়ো না আমায় ছুঁয়ো না।
ভেঙো না শরীর ভেঙো না।
[outro]
ছুঁয়ো না আমায় ছুঁয়ো না।
ভেঙো না শরীর ভেঙো না।
ছুঁয়ো না আমায় ছুঁয়ো না।
ভেঙো না শরীর ভেঙো না।
Random Lyrics
- mc 張天賦 (cheung tinfu) & 陳蕾 (panther chan) - 永久損毀 (permanent damage) lyrics
- daniel santos & davilita - yankee go home lyrics
- puberteet - kusesin kraanikaussi lyrics
- lil quissy - last response lyrics
- kr$na - who you are lyrics
- gorgi - ג’ורג’י - shayach - שייך lyrics
- i mean us - i don't know lyrics
- dariell cano - vestido negro lyrics
- bsweedy - елизавета lyrics
- dariell cano & vanita leo - la correcta lyrics