kabir suman - gacher tolay lyrics
গাছের তলায় জ্বলছে উনুন
চলছে শাকের ঘণ্ট রাঁধা
এমনকি সেই গাছের ডালে
দড়ি+পিঁড়ির দোলনা বাঁধা
গাছতলাতেই ক্যানেস্তারা
প্যাকিং বাক্স কয়েকখানা
পথের গেরস্থালীর উপর
গাছ হয়েছে শামিয়ানা
গাছতলাতেও সকাল আসে
আসে দুপুর, বিকেল, সন্ধ্যে
একটা নেড়ি কুকুর আসে
নিয়ম করে ভাতের গন্ধে
গাছতলাতে মানুষ থাকে
গাছের ডালে কাকের বাসা
আমায় নিয়ে সবাই বাঁচুক
এটাই হলো গাছের আশা
গাছতলাতেই থেবড়ে বসা
মেয়ের কোলে ছোট্ট ছেলে
ময়লা আঁচল মুঠোয় ধরে
গাছ দেখে সে দু’চোখ মেলে
গাছতলাতেও সবই চলে
দুরন্ত প্রেম, ঝগড়া+ঝাটি
রাতের সোহাগ, ভোরের লজ্জা
দুপুর বেলা চড় চাপাটি
গাছতলারই মানুষ ভাবে
গাছের গায়ে হেলান দিয়ে
বর্ষা এলে যাবো কোথায়
গুঁজবো মাথা কোথায় গিয়ে
গাছের তলায় হোক তবুও
ছোট্ট একটা ট্রানজিস্টার
এ গান, ও গান, সে গান শোনায়
আপন মনে দিব্যি দেদার
কে জানে কে, বলতে পারে!
এই গানটাও প্রচার হলে
গাছতলারই সেই মেয়েটা
শোনবে এ গান, ছেলে কোলে
আমার দৌড় ওইটুকুনই
গান লেখা আর সুর বোলানো
আমার নিবাস পাকা বাড়ি
আমার পেশা মন ভোলানো
আমার পেশা মন ভোলানো
Random Lyrics
- james ross - to be determined lyrics
- gillian welch - happy mother's day lyrics
- mgmt - tslamp (matthew dear remix) lyrics
- vion konger - chasing the moonlight lyrics
- claudio botelho - o que ficou pra trás lyrics
- florio - i don’t want to be the reason lyrics
- koreia barber shop - bitcoin lyrics
- docter rorp - chowda lyrics
- cholodemora & dj delph - тишина (silence) lyrics
- alias ramirez - con los ojos en fuego lyrics