kabir suman - jodi bhabo kincho amaay lyrics
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি+রোজগারের জন্য করছি রফা
দু’হাতের আঙুলগুলো কিনতে পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস কিনছো তুমি
আমাকে না, আমার আপস কিনছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
টাকাতেই চলছে সবার পাকস্থলী
কেনা আর বেচা নিয়ে গেরস্থালি
নি+পা+গা+রে রবীন্দ্রনাথ তেরে+কেটে
বাজারের খাবার হয়েই ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার
প্রতিবাদ করতে গেলেও খাবার+দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা+ধিন+ধি+না
পেটে চাই খাবার, নয়তো দিন চলে না, দিন চলে না
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফারফা
দু’হাতের আঙুলগুলো খেতেও পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেউ বেচে তার মেহনত, হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার, এলোকেশী
কেউ বেচে প্রবন্ধ কোন পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য, সুরের ভাষা
বিরক্তি, ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন বাজারদরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
কোনোদিন হয়তো অন্য আর কোনো গান
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
মানুষের জন্যে সুদিন আনবে কেড়ে, আনবে কেড়ে
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
Random Lyrics
- isaac hayes - music to make love by lyrics
- don dekeith - ready or not lyrics
- udo jürgens - back in brazil lyrics
- glitch gum - piano teacher lyrics
- коля холдап (kolya holdup) - dry lyrics
- ramona rey - high (gazella remix) lyrics
- legacy (new boyz) - eternity lyrics
- the american indie - bend lyrics
- bethel music - revival’s in the air (live) lyrics
- omar bhallil - kolchi tafdah kolchi ban lyrics