kabir suman - tui heshe uthlei lyrics
Loading...
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন
তুই নেচে উঠলেই ছন্দের ছুটি
ছান্দসিকেরা হাল ছাড়ে মোটামুটি
তুই গেয়ে উঠলেই ভেঙে খানখান
কপট ভণ্ড যত পরিচিত গান
তুই কথা বললেই সন্ধি+সমাস
ব্যাকরণ থেকে ছুটি চায় তিন মাস
তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
পরে ফের তুই ফিক করে হেসে দিলে
নিশানের হাততালি আকাশের নীলে
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন
Random Lyrics
- m.c.trap.g - me despido lyrics
- yung rahfrenzie xyz - generation xyz freestyle lyrics
- lil supa' - ira lyrics
- steve camp - back in the furnace lyrics
- holly auna - water lyrics
- logan prescott - how we wanted lyrics
- zander reese - perfect lyrics
- syphilic - spunky brewster lyrics
- goteem sayo - gta shit lyrics
- lolawolf - not diana lyrics