kabir001 & shibu (bd) - bhuliye dao lyrics
[pre+chorus]
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে
[chorus]
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো স্মৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো স্মৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
[verse]
খারাপ এই কাজগুলি সহজেই পারো
সহজেই ভুলগুলা ঢেকে দিতে পারো
জানি না, জানি না কিভাবে এ মনটাকে পাথর করে
বেপরওয়া সব আচরণ
আমারই সাথে কেন?
আমি থাকি আমার মতো
আমি থাকি আমার মতো
[pre+chorus]
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে
[chorus]
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো সৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো সৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
Random Lyrics
- cloven - be my lover lyrics
- danque - aqui nessa casa lyrics
- labyrinthus stellarum - lost in the void lyrics
- hypno-punk - wild west samurai lyrics
- main-de-gloire - immortal lyrics
- женя любич (jenia lubich) - хризантемы (chrysanthemums) lyrics
- april june - heaven's getting closer lyrics
- nagły atak spawacza - alessandro c lyrics
- twonyy - love potion lyrics
- officialdjaaron - cant get u out my mind lyrics