kallol - biraho modhur holo aaji lyrics
Loading...
বিরহ মধুর হল আজি মধুরাতে।
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে॥
ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে॥
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে।
কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে,
বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে॥
Random Lyrics
- rowlan - catch 22 lyrics
- mato seco - vou na fé (ao vivo) lyrics
- zimple - dime que vas hacer lyrics
- underdogs - a song#1 lyrics
- sauce walka - too much sauce lyrics
- drangsal - wolpertinger lyrics
- foxblood - brittle bones lyrics
- mc mm - hoje eu tô no clima lyrics
- charles hamilton - lithium love lyrics
- tim maia - nobody can live forever lyrics