kallol - je rate mor duyarguli lyrics
Loading...
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো,
আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি,
ঘর-ভরা মোর শূন্যতারই বুকের ‘পরে ॥
Random Lyrics
- rg english translations - iam - tam-tam de l'afrique (english translation) lyrics
- charles hamilton - billionaire (bullshit) lyrics
- capo k - bling bling pow lyrics
- billie black - hung up lyrics
- 3 ways of thinking - twitter is for people who can't spell myspace lyrics
- doedo feat. neztor mvl & alan banderas - engaño lyrics
- nick hagelin - lost stars (the voice performance) lyrics
- batt mike - a delicate combination lyrics
- peter, paul and mary - we'll sing in the sunshine lyrics
- sauce walka - mr. drip doe lyrics