kaniz khandaker mitu - shob lokey koy lyrics
কেউ মালা, কেউ তসবিহ্ গলে
তাই তে কি জাত ভিন্ন বলে?
কেউ মালা, কেউ তসবিহ্ গলে
তাই তে কি জাত ভিন্ন বলে?
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
লালন বলে, জাতের কী রুপ
লালন বলে, জাতের কী রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
कबीरा, कबीरा, कुआँ एक है…
कबीरा, कुआँ एक है और पानी भरे अनेक
भांडे में ही भेद है…
अरे, भांडे में ही भेद है और पानी सब में एक
अरे, पानी सब में एक…
জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা
জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা
লালন বলে, জাতের ফাতা
লালন বলে, লালন বলে…
লালন বলে, জাতের ফাতা
বিকিয়েছি সাধবাজারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
লালন বলে, জাতের কী রুপ
লালন বলে, জাতের কী রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
Random Lyrics
- angela faye martin - terminal landscape lyrics
- divine & karan aujla - top class / overseas lyrics
- ahst - 1:1 lyrics
- gyu hyuk (규혁) - tonight lyrics
- arlida putri - kisinan 2 (feat. happy asmara) lyrics
- merima njegomir - tvoje oči kestenjaste lyrics
- white town - cold as hell lyrics
- bogdan smi - холодна (cold) lyrics
- lampray - krill them all lyrics
- elimako - blind lyrics