karnival - attotshorgao lyrics
Loading...
স্বর্গ চাই না,নামবো নরকে
থাকুক জগৎ তোমার সেতুতে
থাকবো আমি রক্তক্ষরণে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
স্পর্শ করবো, পাঁথরের মন্ত্রে
শব্দের ভিরে সাদা কালো ছকে
তীব্র স্রোতে বীভৎস নিত্তে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
+solo+
+outro+
Random Lyrics
- boss hog - trouble lyrics
- skinny - you feel nothing lyrics
- tahades - 4 am lyrics
- trust the mask - you’re not fine lyrics
- mmk - amg lyrics
- darlingside - down here lyrics
- fishkid - starlit hearts lyrics
- dogefan26 - me ## 2023 lyrics
- mirrorlesss - ultraviolence (clone) lyrics
- yuksineli - ilumina mi mundo lyrics