
karnival - bikkhoto lyrics
Loading...
[verse 1]
আমার ছিল অসীম স্বপ্ন
যে স্বপ্নে ছিল দু’টি হাত
আর ছিল তার হাসি
হারিয়ে সব আমি
সূর্যের নিচে ডুবে আছি শূন্যতায়
হয়তো তুমি দেখছো আমাকে
করুণা করছো অশ্রু ভাসিয়ে
এখন আমি গুলিবিদ্ধ
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[verse 2]
অলস সময় বসে থেকে
দেখছি আমাদের স্মৃতি
তুমিও কি ভাবছো সে সময়
যেদিন ছিল আকাশে রংধনু?
বিষন্ন, ক্লান্ত
তবুও দেখছি মোরা একই তারা
পাশাপাশি পথে মোরা পথহারা
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[instrumental break]
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
Random Lyrics
- damoyee - don't know lyrics
- wolfheart - scion of the flame lyrics
- hypnoshize - auntie's charme lyrics
- alex bays - paralyzed lyrics
- vahoo! - psycho lyrics
- analingushtern - симулятор качка онлайн (powering simulator online) lyrics
- metric - combat baby (funhouse acoustic) lyrics
- ak26 - beleuntam lyrics
- zygu - otra galaxia lyrics
- pavelvay, tom franxx - нет сил (i don't have the strength) lyrics