azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

keka ghosal - somoy vese jay lyrics

Loading...

একটা নদী হঠাৎ যদি হারিয়ে ফ্যালে সাগরের নাউ।

কোন পাড়ে জল ছুয়েছে অতল কেন ছলছল

চোখ বুজা খাম।
মনের মহনা ছেয়ে যে নদী গেছে বয়ে।

হঠাৎ সে ডুবে যাই মনে।

শুধুই জলেরা জানে কি দারুণ অভিমানে

কেদে সে গেছে স্রোত কোণে

সময় ভেসে যাই
ভেসে যাই অচেনায়।
নিজেকে সে হারাই।
ভেসে যায়, ভেসে যায়।

ব্যাথার ঢেউয়েরা তার একা একার সময় বয়ে যাওযার অভিনয়।
অাজও বুজি নি কেউ ঠুটেতে ঝুলিয়ে ঢেউ
প্রতিদিন কত কথা মরে যাই।
শুধু সাগর চেয়ে যে নদী গেছে বয়ে
কেন সে ঘুম ভেংগে মাটি।
শুধুই ব্যাথারা জানে কিভাবে যে এ জীবন এ
সাথিহীন হয়ে হাটাহাটি।
সময় ভেসে যাই, ভেসে যাই অচেনায়।
নিজেকে সে হারাই, ভেসে যাই ভেসে যাই।

অাপলোড বাই এস এম হাবিব অাবির জেঅার



Random Lyrics

HOT LYRICS

Loading...