
khairul wasi - zinda (from ”borbaad”) lyrics
Loading...
[pre+chorus]
আমার মন কাঁদে কোন অপরাধে
কত নিন্দা মাখি
আমার মন কাঁদে কোন অপরাধে
কত নিন্দা মাখি
[chorus]
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
[verse]
জানে বিশ্ব আমি নিঃস্ব
দুঃখ পিন্দা রাখি
জানে বিশ্ব আমি নিঃস্ব
দুঃখ পিন্দা রাখি
[chorus]
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
[instrumental break]
[bridge]
এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দা আঁখি
এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দা আঁখি
[chorus]
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
[pre+chorus]
আমার মন কাঁদে কোন অপরাধে
কত নিন্দা মাখি
আমার মন কাঁদে কোন অপরাধে
কত নিন্দা মাখি
[chorus]
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
তার অভাবে কোন স্বভাবে
কেমনে জিন্দা থাকি?
Random Lyrics
- fluorescents (pop-punk) - try so hard lyrics
- john oszajca - back in 1999 lyrics
- tranquil xix - warmup 4/12/25 lyrics
- noslen nayrb - it's not real lyrics
- leaf (rus) - ковёр (carpet) lyrics
- yfg pave - ups! lyrics
- 五木ひろし (itsuki hiroshi) - 愛別 (aibetsu) lyrics
- calvinlikesred - what would you know? lyrics
- makarelya - открой пожалуйста двери (please open the doors) lyrics
- luchè - red flag lyrics