khalid (bd) - tumi akasher buke (shorolotar protima) lyrics
[chorus]
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
[instrumental break]
[guitar solo]
[verse 1]
আমার পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি
সে কি তোমার অজানা?
[chorus]
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
[guitar solo]
[verse 2]
শ্রাবণ বেলায় তোমারই কথা
ভেবে বিষণ্ণ এ মন
আশার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরণ
[chorus]
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
Random Lyrics
- gaia - fuente de poder lyrics
- beyoncé - ya ya lyrics
- substance810 - the build (interlude) lyrics
- prodpulsar - no consent lyrics
- stim (jordan rys & ben waldee) - peace lyrics
- the vault - prince jeans lyrics
- kan (jpn) - プロポーズ(puropse)-ideas version- lyrics
- autumn! - i am a liar lyrics
- mxrble - донат (donation) lyrics
- nokizzy - magie lyrics