
kichudin mone mone - parvathy baul lyrics lyrics
Loading...
[verse]
ইশারায় কইবি কথা গোঠে+মাঠে
রাই রাই লো
ইশারায় কইবি কথা গোঠে+মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে
[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
[verse 2]
ও রাই ধ্বনি, রাই ধ্বনি
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
আরে চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
Random Lyrics
- betsy дисс 2. печалик (diss 2. pechalik) - mc disser lyrics lyrics
- press play - ram lyrics lyrics
- type of your love - exxeption lyrics lyrics
- the weight of your heart - a burden to bear lyrics lyrics
- come back to me - robert whitelock lyrics lyrics
- taxi - mandy patinkin lyrics lyrics
- take it from the skies - vistas lyrics lyrics
- heartache - away with the seas lyrics lyrics
- caigut del cel - scorpio (esp) & lluc lyrics lyrics
- overdosed on your love - 1mar.mp3 lyrics lyrics