kid max - bristy veja akash lyrics
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
আমি তোমায় ভালোবাসে ফেলেছি প্রিয়া, ভালোবেসে ফেলেছি তোমায়
তুমি যেনো জাদু জানো জাদু করলে আমাকে
খুঁজছি শুধু তোমায়, বলোনা তুমি কোথায়
তুমি আছ এই হৃদয়ে, সারাটাক্ষন ডাকি তোমায়
করে নিবে কি তোমার বলো না প্রিয়া আমাকে
ভালোবাসি যে তোমায়, তোমাকেই ভালোবাসব চির জীবন
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
Random Lyrics
- telo712 - chase lyrics
- allegaeon - metaphobia lyrics
- chetta - art of war lyrics
- simplisity - intro lyrics
- amenazzy - sin maquillaje (versión solo) lyrics
- dante rapper - killing games lyrics
- steve aoki & alok - do it again lyrics
- albin johnsén - sommarkall lyrics
- eric hutchinson - hands lyrics
- fribbi d - bank bank lyrics